স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে প্রতিষ্ঠিত ‘হাজী মোহাম্মদ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে’ ‘আইএফআইসি ব্যাংক’-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ১০ লাখ টাকার চেক দেয়া হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনাম আহমেদ ও প্রধান শিক্ষক মোঃ হোসেন মিয়ার হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন ‘আইএফআইসি ব্যাংক’-এর পরিচালক ও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা, ‘আইএফআইসি ব্যাংক’-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মালেক খান, আব্দুর রহিম, জামাল মিয়া, আব্দুল হাই ফজল, সাবেক সদস্য সাহাব উদ্দিন আহমেদ, রুহুল আমিন, বিদ্যালয়ের শিক্ষক গোপাল চন্দ্র সূত্রধর, খায়রুল ইসলাম, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সীমা রানী দত্ত, তাহমিনা খাতুনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com