স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের ডুবাঐ বাজারে ৮ মৃত ব্যক্তির কার্ডের অনুকূলে চাল উত্তোলন করায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালের ডিলার শফিউল আলম চৌধুরীর ডিলারশীপ বাতিল করা হয়েছে। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বুধবার খাদ্য নিয়ন্ত্রকের সভায় এ সিদ্ধান্ত নেন। সভায় খাদ্য নিয়ন্ত্রক জানান, পুটিজুরি ইউনিয়নের চেয়ারম্যান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মৃত্যু জনিত কারণে, বিদেশ যাওয়ার কারণে/বয়স্ক ভাতার কার্ড দেয়ার কারণে ১১টি কার্ড বাতিল করে তদস্থলে তালিকা অনুযায়ী কার্ড প্রদানের অনুরোধ করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ১১টি কার্ডের মধ্যে ৮টি কার্ড মৃত ব্যক্তির অনুকূলে বিভিন্ন সময় চাল বিতরণ করেছেন যা নীতিমালা পরিপন্থী। সভায় সর্বসম্মতিক্রমে ডুবাঐ বাজারের শফিউল আলমের চালের ডিলারশীপ বাতিল ঘোষণা করা হয়। তার স্থলে আরেকজন ডিলার নিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জানান, ডিলার শফিউল আলম মৃত ব্যক্তিদের নামে অবৈধভাবে চাল উত্তোলন করতেন। এ অভিযোগে তার ডিলারশীপ বাতিল করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com