স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের অলিপুরে গাড়ি চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের অলিপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়িচাপায় মহাসড়কের অলিপুরে অজ্ঞাত ব্যক্তি মারা গেছে। স্থানীয়রা খবর দিলে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com