স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সন্দলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের মৃত রাজা মিয়া ছেলে রফিকুল ইসলাম রফিক (৩৫), মথরাপুর গ্রামের আবুল কালামের পুত্র আল-আমিন (২৫) ও হলদারপুর গ্রামের খসরু মিয়ার ছেলে পাভেল মিয়া (২৪)। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং) সার্কেলের নির্দেশে ডিবি’র অফিসার ইনচার্জ মানিকুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডিবি পুলিশ সূত্র জানায়, বুধবার রাত পৌনে ৩টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সন্দলপুর এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। গতকাল গ্রেফতারকৃত ডাকাতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বানিয়াচং থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি’র এসআই আবুল কালাম আজাদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com