স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তন ও যুগোপযোগী করতে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। যা অতীতের কোন সরকার করেনি। বিশেষ করে কওমী মাদ্রাসার স্বীকৃতি প্রদান করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। শুধু তাই নয় মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে আওয়ামী লীগ সরকার পর্যায়ক্রমে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজার হযরত শাহজালাল (রহ.) সিনিয়র মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাদ্রাসার অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সহকারী এ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মাজু মিয়া প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com