স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার হরিতলা গ্রামের বাসিন্দা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আব্দুল হক শনিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার দুপুর ২টায় বাড়ির পার্শ্ববর্তী মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যাংকারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মরহুম আব্দুল হক জীবদ্দশায় চুনারুঘাট গোগাউড়া দাখিল মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মরহুমের বড় ছেলে শামীম আহমেদ অক্সব্র্রিজ কলেজ হবিগঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। মেয়ে নাজমা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
মোঃ আব্দুল হকের মৃত্যুতে দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, দৈনিক হবিগঞ্জের মুখ’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মোঃ আব্দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com