চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাজার ব্যবসায়ীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ আব্দুল জাহির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য পদে গোপন ভোটে হাজী মোঃ আব্দুল মন্নান (৮৩) ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মোঃ ছুরত আলী (৮৪) ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, মোঃ সুহেল মিয়া (৬৯) ভোট পেয়ে অর্থ সম্পাদক, নুরু মিয়া (৮৪) ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হন। মোট ভোটার ১৬৫ জন। নির্বাচনে ৫টি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com