স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব দৃষ্টি দিবস ও মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে বুধবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক র্যালি বের করা হয়। পরে সদর আধুনিক হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, কনসালটেন্ট ডাঃ প্রদীপ কুমার সরকার, কনসালটেন্ট ডাঃ কায়সার রহমান, আরএমও ডাঃ শামীম আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোঃ কলিম উল্লাহ, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, নার্স হেনা বেগম, জাসপোস প্রতিনিধি সৈয়দ মোঃ মাসুক প্রমূখ।
এদিকে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান ইসলামিয়া চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com