মোহাম্মদ শাহ্ আলম ॥ দৈনিক হবিগঞ্জে মুখ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করেছেন তত্ত্বাবধায়ক রথিন্দ্র চন্দ্র দেব। পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ডে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার শামীমা আক্তার।
পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন- হাসপাতালে বিড়াল থাকতে পারে, এটা স্বাভাকিব। কিন্তু কুকুর ও ছাগল থাকার কথা নয়। কি করে এসব প্রাণী হাসপাতালের ভেতরে প্রবেশ করে? এ ঘটনায় তিনি বিষ্ময় প্রকাশ করেন। এ ব্যাপারে নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট স্টাফদের কড়া নির্দেশ দেন। তিনি বলেন, আশা করি এরপর এসব প্রাণী আর হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারবে না।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় ‘হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের বিছানায় কুকুর-বিড়াল-ছাগলের বসবাস’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক।
দৈনিক হবিগঞ্জে মুখে সংবাদ প্রকাশ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com