রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং নতুনবাজার হতে বড়বাজার যাওয়া রাস্তা সাগরদীঘি পূর্বপাড়ের মধ্যকার আমবাগান উচ্চ বিদ্যালয়ের কাছকাছি একটি জায়গা দীর্ঘদিন যাবত ভেঁঙ্গে পড়ে রয়েছে। এই জায়গাটিতে বড় ধরণের ফাটল সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে শত শত মানুষ ও যানবাহন চলাচল করছে। বিশেষ করে সন্ধ্যার পর ওই রাস্তায় চলতে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। ওই রাস্তায় চলতে গিয়ে হরহামেশাই দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে। এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, জীপ, ট্রাক, মাইক্রো, ইজিবাইক ও টমটমসহ বিভিন্ন যানবাহন, স্কুল কলেজগামী ছাত্রছাত্রী এবং গ্রামবাসী চলাচল করছেন। স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে রাস্তাটি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে। আরেকটু ভাঙ্গন হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এই রাস্তাটি। ফলে চরম ভোগান্তিতে পড়বেন জনসাধারণ। সংস্কারের অভাবে এটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন করুণ অবস্থা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন উদাসীন। এই রাস্তার আরো বেশ কয়েকটি জায়গায় বিশেষ করে ডিজি ল্যাব, জনাব আলী সরকারি কলেজ গেইট, দাশপাড়া ও হায়দর শাহ মাজারের সামনে ভাঙ্গন আর পানি জমে যান চলাচলে বিঘœ ঘটছে। তাই ভূক্তভোগীরা জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com