শিশু ও অভিভাবকদের জন্য নির্মিত চলচ্চিত্র ‘দ্য বাটারফ্লাই’ মুক্তি পাচ্ছে আজ বৃহস্পতিবার। বাংলাদেশে প্রতি চার জন মেয়ে শিশুর মধ্যে একজন যৌন নিপীড়নের শিকার হয়। আর প্রতি ছয় জন ছেলে শিশুর মধ্যে যৌন নিপীড়নের শিকার হয় একজন। শুধু পুরুষ নয়, শিশুরা কখনো কখনো নারীর হাতেও যৌন হয়রানির শিকার হয়। গবেষকরা দেখেছেন, যৌন হয়রানির ঘটনাগুলো ঘটে থাকে বাড়িতে, আত্মীয় বা পারিবারিক বন্ধুদের বাড়িতে, স্কুলে বা স্কুলে যাওয়ার পথে এবং পরিচিত পরিবেশে। পরিচিত ব্যক্তি ছাড়া শিশুদের সঙ্গে যৌন হয়রানির মতো ঘটনার নজির খুবই কম। শিশুদের এই যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে, অভিভাবক ও শিশুদের মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যে অ্যাডভোকেট সায়লা পারভীন রুমুর ভাবনায় চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা আ. ফ. ম. সাইফুদ্দিন জাবেদ। সিলেট জোনের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র নিবেদিত ‘দ্য বাটারফ্লাই’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রোটারিয়ান মোদারিছ আলী টেনু। চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী নিলয়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী এমেলি হক ও এক ঝাঁক শিশু। আজ হবিগঞ্জ ফিল্ম ক্লাবের আয়োজনে হবিগঞ্জ ফিল্ম ফেস্টিভাল তথা হবিগঞ্জ চলচ্চিত্র উৎসবে ‘দ্য বাটারফ্লাই’ চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় পৌর টাউনহলে উৎসবের উদ্বোধন করবেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। চলচ্চিত্রটি উপভোগ করার জন্য শিশু ও তাদের অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক, প্রযোজকসহ উৎসব আয়োজকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com