স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরের দক্ষিণ নোয়াপাড়া এলাকায় অবৈধভাবে ফসলী জমি থেকে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। উপজেলার নোয়াপাড়া ডাক্তার বাড়ি গেইট ও আল আমিন হোটেলের বিপরীত পাশের ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।
একটি সূত্র জানায়, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। মাঝে-মধ্যে প্রশাসন অভিযান চালালে কিছুদিন বন্ধ থাকার পর আবারও বালু উত্তোলন শুরু করে প্রভাবশালী মহল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com