স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সাহিত্য ও সংস্কৃতির চর্চার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাকে বিকশিত করার লক্ষে সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ নামে অরাজনৈতিক একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আখতার উজ্জামানকে সভাপতি ও সাদমান জহিরকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, সাংবাদিক আইয়ুব খান, রাজিব দেব রায় রাজু, সানাউল হক চৌধুরী শামীম, কে.এম সামসুল হক, হামিদুর রহমান, আহম্মেদ স¤্রাট, পাপিয়া আশরাফ, জাকারিয়া প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com