স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটেকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত বখাটে হলো- ভাদৈ গ্রামের ফেরদৌস রহমান জুয়েলের ছেলে আব্দুল্লাহ আল-জনি। রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্র জানায়, গতকাল ভাদৈ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা চলছিল। মেলায় প্রায় ২০টি স্টল বসে। মেলা চলাকালীন সময় মেলার ভিতরে প্রবেশ করে আব্দুল্লাহ আল-জনি (২০) ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধাক্কা দেয় এবং তার শরীরে হাত দেয়। এ দৃশ্য দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে জনিকে আটক করে। পরে তারা শিক্ষকদের ঘটনাটি জানায়। এক পর্যায়ে স্কুলের শিক্ষকরা বিষয়টি হবিগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে এসআই মন্তোষ দাস স্কুলে গিয়ে বখাটে জনিকে আটক করে রাখেন। এ খবর পেয়ে হবিগঞ্জ সদরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বখাটে জনিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com