স্টাফ রিপোর্টার ॥ খুঁটির জোর কোথায়? তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়ার। হবিগঞ্জ সদর উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাত ও অসদাচরণের অভিযোগ এনেছেন ওই ইউপির অধিকাংশ সদস্য। চেয়ারম্যান আনু মিয়া সরকারি বিধি অনুযায়ী ইউপি সদস্যদের জন্য বরাদ্দকৃত সম্মানী ভাতা বিভিন্ন সময় বিভিন্নভাবে টালবাহানা করে অদ্যাবধি পর্যন্ত সম্পূর্ণ পরিশোধ না করার অভিযোগ আনেন অধিকাংশ সদস্যরা। বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ যেমন- টিআর, কাবিখা প্রকল্পের ভূয়া রেজুলেশন করে প্রকল্পের টাকা আত্মসাত সহ ইত্যাদি কাজের বিল পাশ করার জন্য ভয়ভীতি দেখান এমনকি রেজুলেশনে সহি না করলে সম্মানী ভাতার টাকা না দেওয়ার হুমকি দেন। কর্মসূচির লোক দ্বারা টিআর কাবিখা এর কাজ করে থাকেন। এমনকি ভিজিএফ এর চাল কোন সদস্যের সাথে মতবিনিময় ছাড়াই একা তার নিজ ইচ্ছানুযায়ী বন্টন করেন। ফলে প্রকৃত যোগ্য ব্যক্তি চাল থেকে বঞ্চিত হয়। নিজের ইচ্ছামাফিক প্রকল্প গ্রহণ করেন। বয়স্কভাতা, প্রতিবন্ধিভাতা, বিধবাভাতা এবং মাতৃত্বকালীন ভাতার কার্ড করার সময় কোন ইউপি সদস্যকে না জানিয়ে ঝাড়ুদারের মাধ্যমে সাধারণ লোকের কাছ থেকে গোপনে টাকা নিয়ে নিজে তাদের উল্লেখিত কার্ড করে দেন। জন্মসদন, মৃত্যুসদন, ওয়ারিশান সদনসহ যেকোন সনদের জন্য সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সাধারণ জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে নেওয়া, গ্রাম্য আদালতে স্থানীয় মহৎ মাতব্বরগণকে ইউনিয়ন পরিষদে প্রবেশে বাধা প্রদানসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছুদিন আগে গোবিন্দপুর প্রাইমারি স্কুলের ৬ গাছ কাটার কথা বলে অর্ধশত গাছ কাটার বিষয়টি এলাকার ব্যক্তিবর্গ জানলে চেয়ারম্যান আনু মিয়া সকলের কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যায়।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে তেঘরিয়া ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় সাদেক মিয়ার উপর প্রাণনাশের উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলা চালান ইউপি চেয়ারম্যান আনু মিয়াসহ একদল লোক। এসময় তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। ভাংচুর করা হয় তার মোটর সাইকেল। এসময় সাদেক মিয়ার শোর-চিৎকারে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পর সাদেক মিয়ার ভাই কামাল মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই চেয়ারম্যান আনু মিয়া পলাতক রয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com