মো. টিপু মিয়া ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের গোলাপ চাঁন (৫৫) নামে এক মহিলা সাপের কামড়ে বিষাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ওই গ্রামের মোঃ কুতুব মিয়ার স্ত্রী। তার ছেলে জানান, আমার মা সংসারের সকল ঘরোয়া কাজ নিজেই করে থাকেন। পশাপাশি তিনি হাঁস মুরগি লালন পালন করে থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মুরগিগুলো ঘরে তোলার জন্য বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে যান। ওই স্থানটি অন্ধকার থাকায় একটি সাপ তার পায়ে কামড় দেয়। সাথে সাথে তিনি যন্ত্রণায় চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে আমি ও আমার বড় ভাই তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসি।
অপর একটি সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায়ই বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামে সাপের কামড়ে বিষাক্রান্ত হয়েছেন আব্দুল মান্নান মিয়ার পুত্র আব্দুল ওয়াহিদ (৩০)। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com