স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম ছামিরুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে বিজয়ের প্রতিধ্বনি পত্রিকা অফিসে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ৩০ অক্টোবর শ্রীমতপুর গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম ছামিরুজ্জামান চৌধুরী ইন্তেকাল করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com