উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক মহিলা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধঘন্টা সময় যানচলাচল বন্ধ থাকে।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ৩০ আক্টোবর সোমবার ভোরে মহাসড়কের সদরঘাট নামক স্থানে সিলেটগ্রামী এম আর যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫৭৫৫১) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের পশ্চিম পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার সিদ্দিক মিয়ার স্ত্রী সালেহা খাতুন (৪৫) নিহত হন। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পুলিশ আহতদের স্থানীয় হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com