হবিগঞ্জ জেলা পরিষদের পৌরকর পরিশোধ ॥ ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর প্রতি মেয়র আতাউর রহমান সেলিমের কৃতজ্ঞতা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের পৌরকর পরিশোধ করায় চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম। সোমবার জেলা পরিষদ কার্যালয়ে পৌরকর হিসেবে ১২ লাখ ৪৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম নিজে ওই চেক গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম। মেয়র পৌরকর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে সহযোগিতা করায় চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলামকে অভিনন্দন জানান এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়র বলেন,‘জেলা পরিষদ ও পৌরসভা জনগণের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com