নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামের শিবপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও সাবেক চেয়ারম্যান আমজাদ আলী তালুকদারের পক্ষের লোকজনের দীর্ঘ দিনের বিরোধ নিস্পতি হয়েছে। এই নিস্পত্তির লক্ষ্যে সোমবার সকালে পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয় মাঠে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বার মহল্লার সর্দার ইকবাল হোসেন খান। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফেরদৌস মিয়া, সাবেক সদস্য নজমুল হাসান, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান মোবারুল হোসেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য তফসির মিয়াসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান। সালিশে উভয়পক্ষকে মিলিয়ে দিয়ে দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করা হয়। পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা শিবপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও সাবেক চেয়ারম্যান আমজাদ আলী তালুকদারের পক্ষের লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ সালিশে নিস্পত্তি হওয়ায় সালিশানসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পশ্চিমভাগ গ্রামের কৃতি সন্তান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com