মোঃ আক্তার হোসেন ॥ হবিগঞ্জ পাসপোর্ট অফিসে আটক রোহিঙ্গা নারীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের আদালতে তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পিপিএম ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই নারীর সাথে আটক দালাল মাহি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়ায় তার রিমান্ডের প্রয়োজন নেই বলে জানান তদন্তকারী কর্মকর্তা।
এর আগে শহরের রাজনগর এলাকার হারুনুর রশীদের পুত্র ও পুরাতন পৌরসভা সড়কের মাহি ট্র্যাভেলস্’র মালিক আমানুর রহমান মাহি পাসপোর্ট করাতে রোহিঙ্গা নারী রোকেয়াকে নিয়ে গেলে তাদের আটক করা হয়। এ ঘটনায় পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক বজলুর রশিদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। পরে আককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com