লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ মাধবপুর সার্কেল অফিস ও মাধবপুর থানা পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। মঙ্গলবার বেলা ২ টায় পুলিশ সুপার মাধবপুর থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী। এসময় পুলিশ সুপারকে মাধবপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মাধবপুর সার্কেল অফিস ও মাধবপুর থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার খতিয়ে দেখেন। এছাড়া মাধবপুর সার্কেল অফিস ও মাধবপুর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। এছাড়াও তিনি মাধবপুর থানায় বৃক্ষ রোপন অভিযানে অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com