সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বুল্লা বাজারে এক মাদক সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা। এ সময় হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে রাজা মিয়াকে গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ২ মাসের বিনাশ্রম করাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর হাবিবুর রহমান।
অপর এক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ছালেক মিয়া নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের জুনু মিয়ার ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com