উত্তম কুমার পাল হিমেল ॥ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে নবীগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বুরহান উদ্দিন ভুইয়া, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, ইউপি সচিব মাওলানা আব্দুল আহাদ ও মোঃ শাহজাহান মিয়া, নাজির আব্দুল কাইয়ুম। এ ছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com