সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলার বামৈ (মারুগাছ) শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা। মরহুম মোঃ আব্দুল হাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বিধায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, নূর মিয়া সহ অন্যন্য মুক্তিযোদ্ধাবৃন্দ, লাখাই থানা পুলিশের একটি চৌকস দল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, লাখাই উপজেলার বামৈ (মারুগাছ) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই (৭০) গত শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com