নবীগঞ্জে স্বাস্থ্য বিধি মেনে চলতে মাইক হাতে ইউএনও’র প্রচারণা
জাবেদ তালুকদার, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাস প্রতিরোধে নবীগঞ্জ পৌর এলাকায় সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এসময় মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থবিধি না মানায় ৫ জনকে ৯শ’ টাকা অর্থদন্ড করেন তিনি।
গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে নবীগঞ্জ পৌর শহরতলীর বিভিন্ন স্থানে মাইক ও লিফলেট হাতে নিয়ে সচেতনতামূলক প্রচারণা করেন এবং বিনামূল্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নবীগঞ্জ থানার এসআই আমির হামজার নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com