আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামে ৭ম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ে ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে বাল্য বিয়ে আয়োজনের অপরাধে বরের মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইখলা গ্রামে ৭ম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয় একই গ্রামের মৃত সফর আলী’র ছেলের সঙ্গে। খবর পেয়ে উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন বিয়ে বাড়িতে হাজির হন। কনের বয়স না হওয়ায় তিনি বিয়ের আয়োজন পন্ড করে দেন এবং বাল্য বিয়ে আয়োজনের অপরাধে বরের মা রঙ্গমালা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com