নিজস্ব প্রতিনিধি ॥ করোনায় আক্রান্ত হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের সুস্থতা কামনা করে বানিয়াচং নন্দীপাড়া ৭ মহল্লা ছান্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সন্ধ্যায় ছান্দ সর্দারের বাড়িতে ছান্দ সর্দার (সভাপতি) ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমীর হুসেন মাস্টারের সভাপতিত্বে ও ছান্দের সেক্রেটারি শফিউল আলম খান মুছা মাস্টারের পরিচালনায় ছান্দের কার্যকরি কমিটি ও উপদেষ্টা কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছান্দের উপদেষ্টা সাবেক ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, কার্যকরি কমিটির সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, সহ-সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকছুদুজ্জামান খান মছকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, পুরান তোপখানা মহল্লার সর্দার আমজাদ হোসেন খান নানু মাস্টার, নন্দীপাড়া মহল্লার সর্দার আব্দুল আহাদ, দরগা মহল্লার সর্দার আলহাজ্ব আজিজুর রহমান, নাগেরখানা মহল্লার সর্দার ইউপি মেম্বার আব্দুল জব্বার, তাম্বূলিয়াটুলা মহল্লার সর্দার মোবারক হোসেন মাস্টার, ভাদাউরি মহল্লার সর্দার মালুম মিয়া, ছান্দের উপদেষ্টা কমিটির সদস্য ইউ.পি মেম্বার লোকমান মিয়া, ইউনুছ আলী, মুছা উল্লা, মোস্তাকিম মিয়া, কার্যকরি কমিটির সদস্য আছকির খান, হাফেজ শাহ আব্দুল ওয়াহিদ, আলহাজ্ব সুফিউর রহমান, মহিবুর রহমান ও ইমদাদুল হোসেন খান। সভায় সংসদ সদস্য আব্দুল মজিদ খানের সুস্থতা কামনা করে মোনাজাত করেন মুফতি আতাউর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com