নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট থানা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদ পিপিএম। ৩১ মার্চ বুধবার সকাল ১০টায় তিনি চুনারুঘাট থানায় পৌছান। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সার্কেল এএসপি মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ইন্সপেক্টর চম্পক দাম সহ অন্যান্য কর্মকর্তারা অতিরিক্ত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে চুনারুঘাট থানা প্রাঙ্গণে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ অতিরিক্ত ডিআইজি মো: গিয়াস উদ্দিন পিপিএমকে গার্ড অফ অনার প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করলে তার কৃতিত্ব শুধু পুলিশের একার নয়। পরিবার, দেশ ও জাতির জন্যও গর্ব এবং অহংকারের। এ সময় তিনি চুনারুঘাট থানা পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com