গতকাল বুধবার বিকেলে প্রবীন হিতৈষী সংঘ ভবনে হবিগঞ্জ জেলার কিডনি রোগীদের সুচিকিৎসার্থে একটি কিডনি ফাউন্ডেশন গঠনের লক্ষ্যে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে এবং ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাস্তবতার নিরিখে ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে হবিগঞ্জে একটি কিডনি ফাউন্ডেশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাইকে সভাপতি, প্রফেসর ইকরামুল ওয়াদুদকে সহসভাপতি, ফরহাদ আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরীকে কোষাধ্যক্ষ মনোনিত করে একটি কমিটি গঠন করা হয়। সভায় আরও সিদ্ধান্ত হয় যে শীঘ্রই হবিগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনাপূর্বক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়া হবিগঞ্জ কিডনি ফাউন্ডেশন বাস্তবায়নে অনুদান সংগ্রহের জন্য একটি ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন- সাবেক বিভাগীয় কমিশনার আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, মোঃ আরব আলী, অধ্যক্ষ গোকুল চন্দ্র দাশ, অধ্যক্ষ মোঃ রফিক আলী, অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রবীন্দ্রনাথ, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, প্রভাষক মৃদুল কান্তি রায়, সাংবাদিক শরীফ চৌধুরী, মোঃ হাবিবুর রহমান সবুজ, মিনহাদ আহমেদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com