কামরুল হাসান ॥ নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে সাবেক সচিব অশোক মাধব রায় বলেছেন, ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকান্ড এই দুইটি বিষয় একটি এলাকাকে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা পালন করে। শুক্রবার রাত ৯টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ রমিজ উদ্দিন বীরবিক্রম আন্তঃউপজেলা দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, প্রেসক্লাব সভাপতি আ স ম আফজল আলী, ক্রীড়া সংগঠক আজিজুর রহমান ফয়সল প্রমুখ।
পরে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আক্কাছ আলী ও রানার্সআপ তাজুল ইসলামের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com