মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরে ইসলামী ব্যাংকের সামনে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৬০ হাজার টাকা কৌশলে নিয়ে গেছে বোরকাওয়ালী দুই নারী। এ ঘটনার পর বিপর্যস্ত হয়ে পড়েছেন তাসলিমা আক্তার নামের ওই নারী। তিনি শহরতলীর তিতখাই এলাকার কাতার প্রবাসী নূরুল ইসলামের স্ত্রী। টাকাগুলো তার স্বামী বিদেশ থেকে কুরবানীর গরু ক্রয়ের জন্য পাঠিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়ে আসার পরপরই ব্যংকের সামনে তাসলিমার টাকা খোয়া যাওয়ার ঘটনা ঘটে। তাসলিমা আক্তার জানান, কুরবানীর গরু ক্রয়সহ ঈদের খরচের জন্য তার স্বামী কাতার থেকে টাকা পাঠান। মঙ্গলবার দুপুুরে তিনি ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখা থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেন। যার মধ্যে ১ হাজার, ৫শ’ এবং ৫০ টাকার নোটের বান্ডিল ছিল। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় তার দুই পাশে বোরকা পরিহিত অপরিচিত দুই নারীও হাঁটছিল। কিছুক্ষণ পর তিনি দেখতে পান ব্যাগে শুধু ২০ হাজার টাকা রয়েছে। তাসলিমার ধারণা ওই দুই নারী ব্যাগ থেকে ৬০ হাজার টাকা নিয়ে গেছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। জড়িতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।’
এ ব্যাপারে ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মোহাম্মদ ওয়ালি উল্লাহ্ বলেন- ‘ছিনতাইয়ের শিকার নারী বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। ব্যাংকের সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’