নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ। শনিবার নবীগঞ্জ থানা প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ থানার নবাগত ওসি মো. ডালিম আহমদ, বিদায়ী ওসি মো. আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহ সভাপতি শাহ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নির্বাহী সদস্য মো. সরওয়ার শিকদার, আলমগীর মিয়া, ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, এম এ মুহিত, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রাকিল হোসেন, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, ছাদিকুল ইসলাম, নাবিদ মিয়া প্রমুখ।
নবাগত ওসি মো. ডালিম আহমদ বলেন- নবীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, জুয়া, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। পাশাপাশি দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com