স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়ন পরিষদ নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মজিদ খান।
মক্রমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উল্লাহ, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী, জেলা পরিষদের সদস্য মোঃ আশিক মিয়া, মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ এনায়েতুল হক, পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, সুজাতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, অ্যাডভোকেট মুরলী ধর, মক্রমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজিদ আলী তালুকদার, সহ-সভাপতি আলাউদ্দিন সর্দার, নুর মিয়া তালুকদার, ইউনিয়ন পরিষদের জমিদাতা মাহমুদ চৌধুরী, কৃষকলীগ নেতা জ্যোতিময় দাশ জ্যোতি, উপজেলা যুবলীগ নেতা ও মক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম বিলাল, কামরুল ইসলাম, ইউপি সদস্যা সাফিয়া আক্তার, ইউপি সদস্য আরাফাত আলী, মতি মিয়া, হাজী কাদির মিয়া, আবুল বাসার চেনু, সাবেক মেম্বার সবুর মিয়া, স্কুল শিক্ষক নাজমুল হক, মোহিত তালুকদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নোমান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন মক্রমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা টিপু সুলতান চৌধুরী ও সাকিবুল হাসান আওলাদ।
অনুষ্ঠানে এমপি মজিদ খান বলেন- আমি এমপি নির্বাচিত হওয়ার পর বানিয়াচং-আজমিরীগঞ্জে সর্বোচ্চ উন্নয়ন করেছি। মক্রমপুর ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিয়েছি। এলাকার উন্নয়নের ব্যাপারে আমাকে বলতে হবে না। আমি নিজ তাগিদে উন্নয়ন করে যাচ্ছি। এমপি মজিদ খান আরো বলেন- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের একাধিক প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের বিষয়ে জননেত্রী খোঁজ খবর রাখছেন। প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকে নৌকার টিকেট দিবেন। তবে প্রার্থীদের মানুষের বাড়ি বাড়ি ভোটের জন্য যেতে হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সাধারণ লোকজনদের কাছে তুলে ধরতে হবে। তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার যেসব লোক হবিগঞ্জ শহরে বসবাস করছেন তাদের আগামী ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, এলজিইডি ১ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৭৭০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com