পৌর নির্বাচনকে সামনে রেখে শহরে পুলিশের চেকপোস্ট
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ পৌর নির্বাচনকে সামনে রেখে অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। গত শুক্রবার গভীর রাতে সদর থানার এসআই সাহিদ মিয়া ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ উচাইল শংকরপাশা গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ সহোদরসহ ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো পুটিয়ারচর গ্রামের মৃত আব্দুল গণির পুত্র আহাদ মিয়া, রুকন মিয়া, হারুন মিয়া; এ ছাড়া শংকরপাশা গ্রামের মৃত ছলিম উল্লার পুত্র রুবেল মিয়া ও তার বোন সেলিনা বেগম। গতকাল শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওসি জানান, নির্বাচনকে সামনে রেখে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অবৈধ মোটর সাইকেল ও যানবাহন আটক করা হচ্ছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামিসহ অপরাধীদের ধরতে অভিযান চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com