স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বাঘমারা গ্রামে স্বামীর বাড়িতে পারুল বেগম (৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোরে সে হাসপাতালে মারা যায়। সদর থানার এসআই সোহেল রানা লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে মাধবপুর উপজেলার মৃত খুর্শেদ আলীর কন্যা পারুলকে জসিমের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com