স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৮ ফেব্রুয়ারি পৌর নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ শহরে দিনভর গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শহরের ৮নং ওয়ার্ড, মোহনপুর, বেবিস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার এম এ মন্নান।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী মোঃ এনামুল হক সেলিমের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের গোসাইপুর, নিউ মুসলিম কোয়ার্টারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সর্দারসহ ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com