স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের নিকটবর্তী সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৮ কেজি গাঁজা ও পিকআপসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার সারের কোণা গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ রিমন মিয়া (২৫) ও দেওরগাছ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ আবুল কাশেম (৩৩)।
র্যাব জানায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পার্শ্বে মেসার্স আতিক এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রিমন মিয়া ও আবুল কাশেমকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২৮ কেজি গাঁজা ও ১টি পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com