নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের প্রথম করোনা ঝুঁকিপূর্ণ উপজেলা হিসাবে পরিচিত ছিল লাখাই উপজেলা। সবাইকে ভ্যাকসিন নেয়া জরুরি বলে মনে করেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। তিনি সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার সকালে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সস্ত্রীক করোনা টিকা নিয়ে সবাইকে এ আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ।
তিনি বলেন, লাখাই উপজেলাবাসীকে অনুরোধ করতে চাই, আমরা কিন্তু একটি ঝুঁকির মধ্যে ছিলাম। প্রত্যেকে রেজিস্ট্রেশন করুন। কোভিডের টিকা নিন। এই টিকাটি অত্যন্ত নিরাপদ। এ পর্যন্ত যারা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। সবাইকে আহ্বান জানাব, বিশেষ করে যারা ফ্রন্ট ফাইটার এবং সাধারণ মানুষ (বয়স) ৪০ বছরের উপরে, তারা সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com