ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০২০-২১ এর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও ব্যাডমিন্টন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬বছর বয়সের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ব্যাডমিন্টন দ্বৈত ২-১ সেটে চ্যাম্পিয়ান মোস্তাফিজুর রহমান ও আতাউর রহমান এবং রানার্সআপ ইকবাল হোসেন সুমন ও সাগর আহমেদ। ব্যাডমিন্টন এককে ২-০ সেটে চ্যাম্পিয়ন মাজহারুল হক ও রানার্সআপ জামিল আহমেদ। আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছাঃ আম্বিয়া খাতুন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ শামিমুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোজাক্কের হোসেন, কলিমনগরের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান এবং সার্বিক পরিচালনায় ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com