বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক চেয়ারম্যান মোঃ সজিব আলীর সমর্থনে আতুকুড়া গ্রামে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সাবেক ইউপি সদস্য নূরুল হক আখনজীর সভাপতিত্ব এবং মহিবুল হোসেন উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সজিব আলী, আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল হেকিম, ইব্রাহিম আলী, হাজী ইদ্রিছ আলী, সুরুজ আলী আখনজী, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, হাসিম উল্লাহ, আবুল হোসেন, লকুজ খান, ইউসুফ আলী, আব্দুল মজিদ, আবিদ মিয়া, আবেদ খান, হামিদুল হক আখনজী, কাজল আখনজী, শামছুল হক আখনজী, ফজর রহমান, ছামির খান, হেলাল আহমেদ, স্বপন মিয়া, মাসুক মিয়া, সনাতন দাস, প্রফুল্ল দাস, সুনিমল দাস, শাহাব উদ্দিন, মহিবুর রহমান, শিপন মিয়া, ইকবাল আহমেদ, আলা উদ্দিনসহ আতুকুড়া গ্রামের মুরুব্বীয়ান ও যুবকরা। সভায় সর্বসম্মতিক্রমে আতুকুড়া গ্রামবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী মোঃ সজিব আলীকে পূর্ণ সমর্থন দেয়া হয়। পাশাপাশি তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান গ্রামবাসী। চেয়ারম্যান প্রার্থী সজিব আলী আতুকুড়া গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অতীতের ন্যায় তাকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com