স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লালচান্দ বাগানে নীলকন্ঠ মুড়া (৫০) নামের এক চা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার লালচান্দ বাগানের কাঁঠালডাঙা এলাকার রথীন্দ্র মুড়ার ছেলে নীলকন্ঠ মুড়া জ্বালানী কাঠ সংগ্রহের জন্য বাগানের একটি গাছের ডাল কাটেন। এ সময় বাগানের চৌকিদার তাকে মারধর করেন। এতে তিনি আহত হন। গতকাল বুধবার বিকেলে তিনি মারা যান। নিহত নীলকন্ঠের পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়েছে।
মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন জানান, নীলকন্ঠ মুড়া মারা যাওয়ার সংবাদ পেয়ে বাগানে এসেছি। শ্রমিকরা তার মৃত্যুর বিচারের দাবিতে উত্তেজিত হয়েছে। তাদেরকে শান্ত করেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com