স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই মোকামবাড়ি এলাকায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খোদেজা খাতুন (৭০), আব্দুল মতিন (৪৫), মোতালিব (৩৫), সাগর মিয়া (১৭), রেহানা খাতুন (৪০) ও ফরিদা খাতুন (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, একই গ্রামের সাদক আলীর পুত্র জাহাঙ্গীর মিয়ার সাথে মতিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশও হয়। কিন্তু জাহাঙ্গীর ও তার লোকজন সালিশ অমান্য করে। গতকাল ওই সময় জাহাঙ্গীরসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মতিনের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উল্লেখিত লোকজন আহত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com