স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের পক্ষ থেকে হবিগঞ্জের চুনারুঘাটের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এসময় চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হাই, অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সহকারি অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, অ্যাডভোকেট মোজ্জামিল হক, মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, হাজী অলিউল্লাহ, হামিদুর রহমান হামদু, কবির চৌধুরীসহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com