স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে মাদক ব্যবসায়ী ও তার লোকজন। গতকাল সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র আলমগীর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করছে। তার মাদক ব্যবসার ফলে এলাকার লোকজন অতিষ্ঠ। গতকাল ওই সময় পাশের বাড়ির সাইফুল ইসলাম ও তার স্ত্রী খালেদা প্রতিবাদ করলে আলমগীরসহ তার লোকজন তাদেরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এতে খালেদার ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে অবস্থার অবনতি হলে তাক সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com