স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার কৃতি সন্তান ও হবিগঞ্জ চৌধুরী বাজার কাঁচামাল হাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদের অকাল মৃত্যুতে দোয়া, মিলাদ মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে রামপুর রোড ব্যবসায়ীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ছমেদ মিয়ার সভাপতিত্বে এবং আলী হায়দরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, শাহিদ মিয়া মাস্টার, সালেহ আহমেদ বাচ্চু, মাওলানা আব্দুল মজিদ, আবুুল কাশেম রুবেল, আব্দুল মালেক, ব্যবসায়ী শেখ মোঃ ইকবাল, কিতাব আলী, আলাই চৌধুরী, মারফত উল্ল্যাহ প্রমূখ। বক্তারা শেখ আব্দুর রশিদের খুনিদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শেষে মোনাজাত করেন চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com