স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুরে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ৮টি মামলায় ১৩ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইনে এ অর্থদন্ড করেন। এছাড়া ভ্রাম্যমান আদালত একটি গাড়ীকে নিয়মিত মামলা দিয়ে থানায় প্রেরণ করে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com