স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরি ডাকাতি ও অসামাজিক কার্যকলাপ রোধকল্পে টাউন মসজিদ রোড, তিনকোণা পুকুর পাড় সিনেমা হল রোডের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সাইফুর রহমান টাউন হলের সামনে গতকাল সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জালাল অপটিক্যালস্ এর স্বত্ত্বাধিকারী ইমরানের সভাপতিত্বে ও টাইটান আই প্লাস-এর স্বত্ত্বাধিকারী উজ্জল চৌধুরীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলকাছ মিয়া, নূর মোহাম্মদ, হাফিজুর রহমান সুমন, মুজিবুর রহমান, মুশফিকুর রহমান চৌধুরী, সামছু মিয়া, আব্দুল হান্নান, শফিকুর রহমান, হাফিজুল ইসলাম এমরান, কামরুল ইসলাম খান, আব্দুল মন্নান, নোমান খান, রতন চৌধুরী, সুমন পাল চৌধুরী, শাহীন মিয়া, সাহেদ মিয়া, মাহফুজুর রহমান, রাখেশ চন্দ্র শীল, মফিজুর রহমান, নজরুল ইসলাম, আজিজুল ইসলাম, জুয়েল, উজ্জল, সাগর, আরিফসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com