স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের তেলিয়াপাড়া বডিং এলাকা থেকে ৮শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তেলিয়াপাড়া বডিং এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী মাদক ব্যবসায়ী শাহানা বেগম (৩৮) ও একই এলাকার শামছুল আলমের ছেলে হুমায়ূন কবির (২৫)। শুক্রবার বেলা ১১টার দিকে শাহানা বেগমের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়কালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের গতকালই কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com