স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রোদের উত্তাপ থেকে বাঁচতে মানুষ ছায়ায় আশ্রয় নিচ্ছেন। তাতেও নেই স্বস্থি। ভ্যাপসা গরমে মানুষ থেকে শুরু করে প্রাণীকুল সবাই বৃষ্টির অপেক্ষায়। ভাদ্র মাসের শুরুতে ঝড় বৃষ্টি থাকলেও মাঝামাঝিতে এসে তাপপ্রবাহ অনেক বেড়ে গেছে। চারদিকে সূর্যের প্রচ- উত্তাপ। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। প্রখর রোদে শহরের পিচ ঢালা পথে জুতা পায়ে দিয়ে হাটা চলাও মুশকিল হয়ে পড়েছে। শহরের বিভিন্ন সড়কের মোড়ে লেবুর শরবত কেনাবেচার হিড়িক লক্ষ করা গেছে। দুপুরে রাস্তায় লোক চলাচল অনেক কম লক্ষ করা গেছে।
সরেজমিনে দেখা যায়- থানার মোড়, হাসপাতালের ভেতর, শায়েস্তানগর পয়েন্ট, চৌধুরীবাজারসহ বিভিন্ন এলাকায় ভ্যান গাড়ি দিয়ে লেবুসহ বিভিন্ন শরবত বিক্রি করছেন ভ্রাম্যমান শরবত বিক্রেতারা। আর এসব শরবত অল্প দাম হওয়ায় বেশিরভাগই খেটে খাওয়া মানুষ পান করছেন। আর এসব অস্বাস্থ্যকর শরবত পান করে রোগ বালাইয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।